বাসস
  ২৮ সেপ্টেম্বর ২০২৫, ২০:৩৯

মধ্যপ্রাচ্য আলোচনা নিয়ে ‘বিশেষ কিছু হওয়ার’ আভাস দিলেন ট্রাম্প

ঢাকা, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্য সংকট নিয়ে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হওয়ার আভাস দিয়েছেন। তিনি বলেছেন, ‘সবাই বিশেষ কিছুতে একমত হয়েছে।’

ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর হোয়াইট হাউস সফরের একদিন আগে আজ রোববার ট্রাম্প এ কথা বলেন।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে বলেন, ‘আমরা মধ্যপ্রাচ্যে মহৎ কিছু করার জন্য একটি বাস্তবসম্মত সুযোগ পেয়েছি। প্রথমবারের মতো সবাই বিশেষ কিছুতে একমত হয়েছে। আমরা এটি সম্পন্ন করব।’