বাসস
  ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩২

ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালকে স্বাগত জানালো ইসরাইল

ঢাকা, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ইসরাইল বলেছে, এটি ইসলামী প্রজাতন্ত্রের পারমাণবিক কর্মসূচিতে প্রতিশ্রুতি লঙ্ঘনের সরাসরি প্রতিক্রিয়া।

জেরুজালেম থেকে এএফপি জানায়, ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্স-এ এক বার্তায় বলেছে, ‘এটি ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে তাদের প্রতিশ্রুতি লঙ্ঘনের একটি বড় প্রতিক্রিয়া, বিশেষ করে তাদের সামরিক পারমাণবিক কর্মসূচির বিষয়ে। লক্ষ্য স্পষ্ট : ইরানের পারমাণবিক অস্ত্রধারী হওয়া প্রতিরোধ করা। বিশ্বের সবাইকে এই লক্ষ্য অর্জনে সমস্ত উপায় ব্যবহার করতে হবে।’