বাসস
  ২৭ সেপ্টেম্বর ২০২৫, ২২:২২

রাশিয়ায় অ্যালকোহলজনিত বিষক্রিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ২৫

ছবি : সংগৃহীত

ঢাকা, ২৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : রাশিয়ার পশ্চিমাঞ্চলে অ্যালকোহল পানের পর বিষক্রিয়ায় চলতি মাসে ২৫ জনের মৃত্যু হয়েছে। আজ শনিবার তদন্তকারীরা জানিয়েছেন, নতুন ছয় জনের মৃতদেহে অতিরিক্ত পরিমাণে মিথানলের উপস্থিতি শনাক্ত হয়েছে।

মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

রাশিয়ায় সস্তা মদ পানে মৃত্যুর ঘটনা নতুন নয়। রাশিয়ার প্রধান তদন্তকারী সংস্থা ‘ইনভেস্টিগেটিভ কমিটি’ জানিয়েছে, ছয়জনের লাশ ফরেনসিক পরীক্ষায় মিথানলের উচ্চ মাত্রা ধরা পড়েছে।

লেনিনগ্রাদ অঞ্চলের ভোলোসোভস্কি জেলা থেকে গত ১০-১৭ সেপ্টেম্বরের মধ্যে লাশগুলো পাঠানো হয়েছিল। ভেজাল মদ বিক্রির ঘটনায় সন্দেহভাজন হিসেবে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তারা বিচারের মুখোমুখি হবেন।

এর আগে ২০২৩ সালে ভেজাল মদ তৈরি করে বিক্রির ঘটনায় ৫০ জনের মৃত্যু হয়েছিল। সেই মামলায় চলতি সপ্তাহের শুরুর দিকে দুজনকে প্রায় এক দশকের কারাদণ্ড দেওয়া হয়েছে।