বাসস
  ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫৬

ইসরাইল ‘হামাসের সন্ত্রাসী বাহিনীকে’ ‘চূর্ণবিচূর্ণ’ করেছে : নেতানিয়াহু

ঢাকা, ২৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শুক্রবার বলেছেন, তার দেশ ফিলিস্তিনের স্বাধীনতাকামী  হামাসের ‘সন্ত্রাসী বাহিনীকে’ ‘চূর্ণবিচূর্ণ’ করেছে এবং ‘যত দ্রুত সম্ভব’ এই কাজ শেষ করার চেষ্টা করছে। 

জাতিসংঘ থেকে এএফপি এই খবর জানিয়েছে।

নেতানিয়াহু গত বছরের ইসরাইলি কৌশলগত বিজয়ের ধারাবাহিকতা উদযাপন করেছেন। যার মধ্যে ইরানের পরমাণু স্থাপনায় হামলা, বেশ কয়েক জন পরমাণু বিজ্ঞানীকে হত্যা এবং লেবাননে হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহকে হত্যা করাও অন্তর্ভুক্ত ছিল।