শিরোনাম
ঢাকা, ২৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ আগামী সপ্তাহের শুরুতে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের উদ্দেশে ভাষণ দেবেন বলে গতকাল বৃহস্পতিবার জানিয়েছে পেন্টাগন। তিনি বিশ্বজুড়ে শত শত শীর্ষ কর্মকর্তাকে এই সমাবেশে যোগদানের নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।
ওয়াশিংটন থেকে এএফপি এই খবর জানিয়েছে।
ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, হেগসেথ এক তারকা এবং তার চেয়ে বেশি পদমর্যাদার সকল কর্মকর্তাকে মঙ্গলবার ভার্জিনিয়ার কোয়ান্টিকো সামরিক ঘাঁটিতে তাদের শীর্ষ তালিকাভুক্ত উপদেষ্টাদের সাথে একটি বৈঠকের জন্য জড়ো হওয়ার নির্দেশ দিয়েছেন।
প্রতিবেদন সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, পেন্টাগনের মুখপাত্র শন পার্নেলের একটি বিবৃতিতে বলা হয়েছে যে, হেগসেথ ‘আগামী সপ্তাহের শুরুতে তার ঊর্ধ্বতন সামরিক নেতাদের উদ্দেশে ভাষণ দেবেন’। শন এই ব্যাপারে কোনো ব্যাখ্যা বা আরো বিস্তারিত তথ্য প্রদান করেননি।
হেগসেথের আদেশ - যা বিশ্বজুড়ে নিয়োজিত কর্মকর্তাদের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়োজিত কর্মকর্তাদের উপর প্রভাব ফেলে যা অত্যন্ত অস্বাভাবিক।
পোস্টটি একজনের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ‘মানুষ খুবই উদ্বিগ্ন। এর অর্থ কী তা তাদের জানা নেই’।
সিএনএন ইতোমধ্যে মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, বৈঠকে যোগদানের জন্য শত শত জেনারেল এবং অ্যাডমিরালকে ডাকা হয়েছে।
মে মাসে, হেগসেথ মার্কিন সেনাবাহিনীতে জেনারেল এবং ফ্ল্যাগ অফিসারদের সংখ্যা বড় ধরনের হ্রাসের নির্দেশ দিয়েছিলেন। তবে পরের সপ্তাহের বৈঠকটি সেই নির্দেশের সাথে সম্পর্কিত কিনা তা স্পষ্ট ছিল না।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের অধীনে পেন্টাগন এই বছর বেশ কয়েকটি বড় ধরনের পরিবর্তন দেখেছে, যার সাধারণত কোনো ব্যাখ্যা প্রদান না করেই দেশের বেশ কয়েকজন সিনিয়র অফিসারকে বরখাস্ত করেছে।