বাসস
  ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৯:০৭

ইরান কখনোই পরমাণু বোমা তৈরির চেষ্টা করবে না : পেজেশকিয়ান

ছবি : সংগৃহীত

ঢাকা, ২৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ইসরাইল ও মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক হামলা এবং ইউরোপীয় শক্তিগুলোর আসন্ন নিষেধাজ্ঞার পর ইরানের প্রেসিডেন্ট গতকাল বুধবার পুনরায় বলেছেন, তার দেশ পরমাণু বোমা তৈরির চেষ্টা করছে না। 

জাতিসংঘ থেকে এএফপি এই খবর জানিয়েছে। 

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জাতিসংঘ সাধারণ পরিষদকে বলেছেন, ‘আমি এই পরিষদের সামনে দাঁড়িয়ে আবারো ঘোষণা করছি যে, ইরান কখনোই পরমাণু বোমা তৈরির চেষ্টা করেনি এবং করবেও না’।