শিরোনাম
ঢাকা, ২৫ সেপ্টেম্বর ২০২৫ (বাসস): আগামী সপ্তাহে সম্ভাব্য সরকারি শাটডাউনের সময় ব্যাপক সংঘর্ষের আশঙ্কায় সতর্ক ও প্রস্তুত থাকতে মার্কিন ফেডারেল সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছে হোয়াইট হাউস।
সরকারি একটি নথির বরাতে মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
গতকাল বুধবার মার্কিন গণমাধ্যমে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, ফেডারেল সংস্থাগুলোকে এমন কিছু বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে, যেগুলো সচরাচর তারা তদারকি করে না।
ফেডারেল তহবিল নিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে কংগ্রেসে ডেমোক্র্যাটদের মতপার্থক্য বিদ্যমান থাকা অবস্থায় এ ধরনের নথি প্রকাশ্যে এসেছে।
সিনেটে ডেমোক্র্যাটরা গত সপ্তাহে রিপাবলিকান-নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে একটি বিল প্রত্যাখ্যান করেছেন।
এরপর ট্রাম্প মঙ্গলবার কংগ্রেসের ডেমোক্র্যাট নেতাদের সঙ্গে একটি বৈঠক বাতিল করেন। তিনি বলেছেন, তহবিল বিল আলোচনায় তাদের (ডেমোক্র্যাটদের) দাবি বাস্তবসম্মত না হওয়া পর্যন্ত তিনি তাদের সঙ্গে দেখা করবেন না।
যুক্তরাষ্ট্রে শাটডাউন হলে প্রয়োজনীয় নয়—এ ধরনের কার্যক্রম বন্ধ হয়ে যাবে এবং হাজার হাজার সরকারি কর্মচারী সাময়িকভাবে বেতন পাবেন না। তবে বিলটি পাস হলে ২১ নভেম্বর পর্যন্ত ফেডারেল সংস্থাগুলোকে তহবিল প্রদানের অস্থায়ী সমাধান মিলবে।