শিরোনাম
ঢাকা, ২৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : শ্রীলঙ্কার উত্তর-পশ্চিমাঞ্চলে একটি পাহাড়ের ঢালে তার টানা কেবল রেলগাড়িটি বিধ্বস্ত হয়ে তিনজন বিদেশিসহ ৭ জন বৌদ্ধ সন্ন্যাসী নিহত হয়েছেন। শ্রীলঙ্কা পুলিশ বৃহস্পতিবার একথা জানিয়েছে।
কলম্বো থেকে এএফপি এই খবর জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, বুধবার গভীর রাতে বিশাল না উয়ানা বন মঠের মধ্যে একটি পাহাড়ের চূড়ায় ধ্যান কেন্দ্রে যাওয়ার সময় হতাহতরা ছোট একটি অস্থায়ী কেবিনে ভিড় করেছিলেন।
পুলিশের এক কর্মকর্তা এএফপি’কে জানিয়েছেন, ‘গাড়িতে ১৩ জন সন্ন্যাসী ছিলেন। দু’জন সামান্য আহত হয়ে পালিয়ে যেতে সক্ষম হন। তবে আরও ৪ জনের অবস্থা আশঙ্কাজনক।’
তিনি বলেছেন, নিহতদের মধ্যে ভারত, রাশিয়া এবং রোমানিয়ার সন্ন্যাসীও রয়েছেন।
প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, কেবল ছিঁড়ে যাওয়ার ফলে রেলগাড়িটি দ্রুত গতিতে নীচের দিকে নেমে যাওয়ার আগে ট্র্যাক থেকে লাফিয়ে একটি গাছের সাথে ধাক্কা খায়।
মঠটি রাজধানী কলম্বো থেকে ১৩০ কিলোমিটার (৮১ মাইল) উত্তর-পূর্বে অবস্থিত।