শিরোনাম
ঢাকা, ২৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : চীন জানিয়েছে, উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো সন হুই আগামী শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত চীন সফর করবেন। চীনের রাজধানী বেইজিংয়ে কিম জং উন বৃহৎ সামরিক কুচকাওয়াজে অংশগ্রহণের কয়েক সপ্তাহ পর এই সফর হতে যাচ্ছে।
বেইজিং থেকে এএফপি এ খবর জানায়।
বৃহস্পতিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ইয়ির আমন্ত্রণে ডিপিআরকের পররাষ্ট্রমন্ত্রী চো সন হুই ২৭ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চীন সফর করবেন।