বাসস
  ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৬
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৫৫

ভেনিজুয়েলার পশ্চিম ও উত্তরাঞ্চলে ৬.২ মাত্রার ভূমিকম্প 

ঢাকা, ২৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): ভেনিজুয়েলার রাজধানী কারাকাসসহ দেশটির পশ্চিম ও উত্তরাঞ্চলে বুধবার ৬.২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। 

মার্কিন ভূতাত্ত্বিক জরিপের (ইউএসজিএস) বরাত দিয়ে কারাকাস থেকে বার্তা সংস্থা এএফপি তথ্য জানিয়েছে।
সরকারের তথ্য অনুযায়ী, তাৎক্ষণিকভাবে বড় ধরণের ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।

ইউএসজিএস জানায়, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল জুলিয়া রাজ্যের   জনবহুল এলাকা তেল শহর মেনে গ্রান্ডে থেকে প্রায় ২৪ কিলোমিটার দূরে ৭.৮ কিলোমিটার গভীরে।

কলম্বিয়ান ভূতাত্ত্বিক জরিপ ৬.১ মাত্রার ভূমিকম্প পরিমাপ করেছে, যা প্রতিবেশী কলম্বিয়া ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের আরুবা, কুরাকাও ও বোনেয়ারেও অনুভূত হয়েছে।

ভুমিকম্পের সময় আতঙ্কিত মানুষ রাস্তায় নেমে আসে। 

তবে স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো ক্যাবেলো রাষ্ট্রীয় টেলিভিশনে জানিয়েছেন ভূমিকম্পটিতে ‘কোনো উল্লেখযোগ্য কাঠামোগত ক্ষতি হয়নি।’

ভেনিজুয়েলার নিজস্ব ফানভিসিস সিসমোলজিক্যাল রিসার্চ সংস্থা ভূমিকম্পের মাত্রা ৫.৪ বলে জানিয়েছে।
ভেনিজুয়েলার প্রায় ৮০ শতাংশ মানুষ ভূমিকম্পপ্রবণ অঞ্চলে বসবাস করে। কিন্তু ১৯৯৭ সালের পর থেকে দেশে কোনও বড় ভূমিকম্প হয়নি। ১৯৯৭ সালে পূর্বাঞ্চলীয় রাজ্য সুক্রেতে ক্যারিয়াকোতে ভূমিকম্পে ৭৩ জন মারা যায়।

১৯৭৬ সালে, কারাকাসে ভূমিকম্পে প্রায় ৩০০ জনের প্রাণহানি ও ২ সহস্র মানুষ আহত হয়।