শিরোনাম
ঢাকা, ২৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : উত্তর কোরিয়ার কাছে প্রায় ২ টন উচ্চমাত্রার ইউরেনিয়াম মজুত রয়েছে বলে ধারণা করছে দক্ষিণ কোরিয়া।
বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার একীকরণ মন্ত্রী চুং ডং-ইয়ং সাংবাদিকদের এই তথ্য জানান।
সিউল থেকে এএফপি এ খবর জানিয়েছে।
চুং ডং-ইয়ং বলেন, গোয়েন্দা সংস্থাগুলো অনুমান করছে যে পিয়ংইয়ংয়ের কাছে ৯০ শতাংশেরও বেশি সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত আছে, যা ২ হাজার কেজি পর্যন্ত হতে পারে।
তিনি আরও বলেন, ‘এমনকি এই মুহূর্তেও উত্তর কোরিয়ার চারটি কেন্দ্রে ইউরেনিয়াম সেন্ট্রিফিউজ সক্রিয় রয়েছে।’