শিরোনাম
ঢাকা, ২৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): গাজার কেন্দ্রে বাস্তুচ্যুতদের আশ্রয়স্থল একটি বাড়িতে ইসরাইলি বিমান হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছে অঞ্চলটির সিভিল ডিফেন্স।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরাইল বিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ডে তাদের আক্রমণ জোরদার করেছে, যার ফলে লক্ষ লক্ষ মানুষ পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
গাজা উপত্যকা, ফিলিস্তিনি ভূখণ্ড থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
বেসরকারি সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, উত্তর আল-জাওয়াইদায় একটি বাড়িতে বিমান হামলায় ১১ জন নিহত ও আরো অনেকেই আহত বা নিখোঁজ হয়েছেন।
বাড়িটিতে বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিল।
জরুরি সেবার কর্মকর্তারা জানান, নিহতদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে এবং তাদের লাশ নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়েছে।
নাজিয়া আবু আমশা (একজন ফিলিস্তিনি যার ভাগ্নে সাহায্যের জন্য অপেক্ষা করতে করতে নিহত হয়েছিল) বুধবার বলেন, আমরা ভিক্ষুক ও অসুস্থ হয়ে পড়েছি। আমরা আমাদের সন্তান, আমাদের ঘরবাড়ি ও আমাদের জায়গা হারিয়েছি।
প্রায় দুই বছরে ইসরাইলি সামরিক অভিযানে অন্তত ৬৫ হাজার ৪১৯ ফিলিস্তিনি নিহত হয়েছে। যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এ তথ্যকে জাতিসংঘ নির্ভরযোগ্য বলে মনে করে।
জাতিসংঘের এক তদন্তে ইসরাইলের বিরুদ্ধে গাজায় গণহত্যা চালানোর অভিযোগ এনে বলা হয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ শীর্ষ কর্মকর্তারা এ অপরাধে উস্কানি দিয়েছেন।