শিরোনাম
ঢাকা, ২৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ব্যাংকিং জায়ান্ট এইচএসবিসি কোয়ান্টাম কম্পিউটিং ব্যবহার করে ট্রেডিং পারফরম্যান্স উন্নত করার ক্ষেত্রে আশাব্যঞ্জক প্রাথমিক ফলাফল অর্জন করেছে।
বৃহস্পতিবার ব্যাংকটির বরাত দিয়ে লন্ডন থেকে এএফপি এ খবর জানায়।
কোয়ান্টাম প্রযুক্তি বাস্তব জীবনের সমস্যার সমাধানে বিপুল পরিমাণ কম্পিউটিং ক্ষমতা উন্মুক্ত করার সম্ভাবনা রাখে। তবে বর্তমানে কোয়ান্টাম কম্পিউটার এখনও অত্যন্ত পরীক্ষামূলক ও উচ্চ ত্রুটিসহ নানা চ্যালেঞ্জের মুখোমুখি।
আইবিএম-এর সঙ্গে যৌথভাবে শুরু করা প্রকল্পটি ইউরোপীয় কর্পোরেট বন্ড বাজারের ওপর কেন্দ্রীভূত ছিল। এতে কোয়ান্টাম কম্পিউটার ও প্রচলিত কম্পিউটিং টুল একত্রে ব্যবহার করা হয়।
এইচএসবিসি জানায়, ফলাফলে দেখা গেছে প্রচলিত পদ্ধতির তুলনায় নির্দিষ্ট কিছু মূল্য পূর্বাভাসের ক্ষেত্রে এতে ৩৪ শতাংশ বেশি নির্ভুলতা অর্জিত হয়েছে।
এইচএসবিসির কোয়ান্টাম টেকনোলজির প্রধান ফিলিপ ইনটালুরা বলেন, আমরা এখন একটি বাস্তব উদাহরণ পেয়েছি, যেখানে আজকের কোয়ান্টাম কম্পিউটার একটি ব্যবসায়িক সমস্যাকে বৃহৎ পরিসরে সমাধান করতে পারে এবং প্রতিযোগিতামূলক সুবিধা দিতে পারে।
তিনি আরও বলেন, আমরা আর্থিক খাতে কম্পিউটিংয়ের এক নতুন দিগন্তের দোরগোড়ায় আছি, যেটি এখন আর খুব বেশি দূরের বিষয় নয়।
আইবিএম জুন মাসে জানিয়েছিল, তারা এই দশকের শেষের আগেই বড় সমস্যার সমাধান করতে সক্ষম একটি কার্যকরী কোয়ান্টাম কম্পিউটার তৈরি করার পরিকল্পনা করছে।
বাস্তব জীবনের উদ্ভাবনগুলোর মধ্যে রয়েছে— উন্নত জ্বালানি, উপকরণ ও ওষুধ কিংবা নতুন উপাদান তৈরির সম্ভাবনা, যেখানে কোয়ান্টাম কম্পিউটিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।