শিরোনাম
ঢাকা, ২৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): ২০ বিলিয়ন ডলারের অর্থনৈতিক সহায়তা কর্মসূচি নিয়ে আর্জেন্টিনার সঙ্গে আলোচনা করছে মার্কিন অর্থ মন্ত্রণালয়। এই সহায়তা আর্জেন্টিনার বাজার ও দেশটির নেতা জাভিয়ের মাইলিকে উৎসাহিত করবে।
ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানায়।
ডানপন্থী মাইলি আর্জেন্টিনার আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে বাজারের অস্থিরতা প্রশমনে হিমশিম খাচ্ছেন। তার কৃচ্ছ্রসাধন কর্মসূচির ভবিষ্যৎ এই নির্বাচনে নির্ধারণ হতে পারে।
মাইলি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র।
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানান, তার দপ্তর আর্জেন্টাইন কর্মকর্তাদের সঙ্গে ২০ বিলিয়ন ডলারের সোয়াপ লাইন নিয়ে আলোচনা করছে।
এ ঘোষণার পর পেসো ১.৮ শতাংশ বেড়ে ডলারের বিপরীতে ১,৩৬০-তে দাঁড়িয়েছে। শুক্রবার থেকে পেসো ১০ শতাংশের বেশি শক্তিশালী হয়েছে।
বেসেন্ট আরও জানান, যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার ডলার বন্ড কেনার জন্যও প্রস্তুত।
তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ লিখেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প যেভাবে বলেছেন, আমরা ঠিক সেভাবেই আর্জেন্টিনাকে সহায়তা করতে যা যা প্রয়োজন তাই করতে প্রস্তুত।
মাইলি মার্কিন প্রেসিডেন্ট ও বেসেন্টকে সমর্থন ও আস্থার জন্য ধন্যবাদ জানান।
পরে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে পরবর্তী ভাষণে তিনি রিপাবলিকান প্রেসিডেন্টের অভিবাসন ও বাণিজ্য নীতির কথা উল্লেখ করে ‘বিপর্যয়’ থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ও বিশ্বকে রক্ষা করার জন্য ট্রাম্পের প্রশংসা করেন।
তিনি আরও বলেন, আমরা এই ঐতিহাসিক মুহূর্তের দাবি অনুসারে কঠিন সিদ্ধান্ত নেওয়া একমাত্র ব্যক্তি নই। আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্রের বিপর্যয় মানে বিশ্বব্যাপী বিপর্যয়।
সায়াপ লাইন হলো এমন লেনদেন যেখানে সাধারণত দুটি কেন্দ্রীয় ব্যাংক একটি নির্দিষ্ট সময়ের জন্য একটি নির্দিষ্ট বিনিময় হারে তাদের মুদ্রা বিনিময় করতে সম্মত হয়। তবে আর্জেন্টিনার সঙ্গে এই আলোচনায় মার্কিন ফেডারেল রিজার্ভও সম্পৃক্ত কি-না, তা স্পষ্টভাবে জানানো হয়নি।
ট্রাম্প সাংবাদিকদের বলেন, তিনি (মাইলি) আমাদের মতোই উত্তরাধিকারসূত্রে এক বিশৃঙ্খল অবস্থা পেয়েছেন আর সেটি ঠিক করতে তার কাজ প্রশংসনীয়।
তবে যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাটদের সমালোচনা বাড়ছে। সিনেট ব্যাংকিং কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সিনেটর এলিজাবেথ ওয়ারেন সোমবার এক চিঠিতে সম্ভাব্য ‘বেইলআউট’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
তিনি লিখেছেন, একটি বিদেশি সরকারের মুদ্রার মান বাড়াতে এবং তার আর্থিক বাজারকে শক্তিশালী করতে প্রেসিডেন্ট জরুরি তহবিল ব্যবহার করতে চাইছেন— এটি অত্যন্ত উদ্বেগজনক।
বেসেন্ট তার জবাবে ওয়ারেনকে কটাক্ষ করে বলেন, ওবামা আমলে লাতিন আমেরিকাকে অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিকভাবে স্থিতিশীল করার ঐতিহাসিক সুযোগ থাকলেও, তারা তখন কোনো পদক্ষেপ নেননি।