শিরোনাম
ঢাকা, ২৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): ডেনমার্কের চারটি বিমানবন্দরে বুধবার গভীর রাতে বৃহস্পতিবার ভোরে অজ্ঞাত ড্রোন দেখা গেছে।
ডেনিশ পুলিশের বরাত দিয়ে কোপেনহেগেন থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।
পুলিশ বিবৃতিতে জানিয়েছে, অজ্ঞাত ড্রোন কার্যকলাপের কারণে কোপেনহেগেন বিমানবন্দর কয়েক ঘন্টা বন্ধ থাকার দুই দিন পর, আলবর্গ, এসবজার্গ, সন্ডারবর্গ ও স্ক্রিডস্ট্রুপ বিমানবন্দরে ড্রোন দেখা গেছে।
ড্রোনগুলো নিজে থেকেই ফিরে গেছে।