শিরোনাম
রিয়াদ, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ বিন আবদুল্লাহ বিন মোহাম্মদ আল-শেখ ইন্তেকাল করেছেন।
তিনি সিনিয়র ওলামা পরিষদের চেয়ারম্যান, ইসলামি গবেষণা ও ইফতা বোর্ডের চেয়ারম্যান এবং মুসলিম ওয়ার্ল্ড লীগের সুপ্রিম কাউন্সিলের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। দেশটির রয়্যাল কোর্ট এক বিবৃতিতে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানায়, রিয়াদের ইমাম তুর্কি বিন আবদুল্লাহ মসজিদে আজই তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।
দুই পবিত্র মসজিদের খাদেম বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ মক্কার গ্র্যান্ড মসজিদ, মদিনার মসজিদে নবীর (সা.) এবং দেশের সকল মসজিদে গায়েবানা জানাজা আদায়ের নির্দেশ দিয়েছেন।