শিরোনাম
ঢাকা, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): নরওয়ের সরকার মঙ্গলবার জানিয়েছে, রাশিয়া এ বছর তিনবার তাদের আকাশসীমা লঙ্ঘন করেছে। দেশটি এ ঘটনাগুলোকে ‘অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করেছে।
অসলো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
নরওয়ে জানায়, গত ২৫ এপ্রিল একটি রুশ এসইউ-২৪ যুদ্ধবিমান চার মিনিটের জন্য নরওয়ের আকাশসীমায় প্রবেশ করে। এরপর ২৪ জুলাই একটি এল-৪১০ টার্বোলেট পরিবহন বিমান তিন মিনিট সেখানে অবস্থান করে। সবশেষ ১৮ আগস্ট একটি এসইউ-৩৩ যুদ্ধবিমান এক মিনিটের জন্য নরওয়ের আকাশসীমায় প্রবেশ করে।
নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্তোরে এক বিবৃতিতে বলেন , এই বসন্ত ও গ্রীষ্মে রাশিয়া তিনবার নরওয়ের আকাশসীমা লঙ্ঘন করেছে।
তিনি বলেন, এগুলো ইচ্ছাকৃতভাবে করা হয়েছে নাকি নেভিগেশনের ভুলের কারণে হয়েছে,আমরা নিশ্চিত নই। তবে যে কারণেই হোক, এটি গ্রহণযোগ্য নয়।
স্তোরে আরও বলেন, অবস্থান ও সময়কাল উভয় দিক থেকেই নরওয়ের ক্ষেত্রে এ ধরনের লঙ্ঘন এস্তোনিয়া, পোল্যান্ড এবং রোমানিয়ার তুলনায় ছোট আকারের। তবুও আমরা এসব ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিচ্ছি।
ন্যাটো সদস্য নরওয়েকে প্রায়ই বলা হয় উত্তর মেরুর দূর উত্তরে জোটের ‘চোখ ও কান’। দেশটির সঙ্গে রাশিয়ার সামুদ্রিক সীমানা রয়েছে এবং দুই দেশের স্থলসীমান্ত ১৯৮ কিলোমিটার (১৩২ মাইল) দীর্ঘ।