বাসস
  ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৪২

জেলেনস্কির সঙ্গে দেখা করবেন ট্রাম্প

ঢাকা, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ইউক্রেনের নেতা ভলোদিমির জেলেনস্কির সঙ্গে মঙ্গলবার দেখা করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার প্রতি বীতশ্রদ্ধ হয়ে তিনি এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

ট্রাম্প ক্ষমতায় ফিরে আসা এবং আন্তর্জাতিক সংস্থাগুলোয় মার্কিন ভূমিকা দ্রুত হ্রাস করার পর প্রথমবারের মতো তিনি জাতিসংঘে ভাষণ দেবেন। 

জাতিসংঘ থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, জাতিসংঘের একটি শীর্ষ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বিশ্ব সংস্থার ভবিষ্যৎ নিয়ে ধারণা দেবেন বলে মনে করা হচ্ছে। 

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট ওয়াশিংটনে সাংবাদিকদের বলেন, বিশ্বব্যাপী প্রতিষ্ঠানগুলো কীভাবে বিশ্বব্যবস্থাকে উল্লেখযোগ্যভাবে ক্ষয় করেছে, ট্রাম্প তা উল্লেখ করবেন এবং তিনি বিশ্বের জন্য তার সরল ও গঠনমূলক দৃষ্টিভঙ্গি প্রকাশ করবেন।

মার্কিন নেতা ১৫ আগস্ট রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আলাস্কায় আমন্ত্রণ জানানোর পর থেকে এটি হবে জেলেনস্কির সঙ্গে  ট্রাম্পের দ্বিতীয় সাক্ষাৎ। 

ওই বৈঠক পশ্চিমা বিশ্বে মস্কোর বিচ্ছিন্নতা ভেঙে দেয়, কিন্তু ইউক্রেন নিয়ে কোনও অগ্রগতি অর্জন করতে পারেনি।

রাশিয়া গত মাসে কেবল ইউক্রেনের ওপরই আক্রমণ চালিয়ে যায়নি, বরং ন্যাটো সদস্য পোল্যান্ড, এস্তোনিয়া ও রোমানিয়ায়ও ড্রোন বা বিমান হামলার মাধ্যমে পশ্চিমা বিশ্বে ক্রমবর্ধমান আতঙ্ক তৈরি করেছে।

জাতিসংঘে নব নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ আকাশসীমা লঙ্ঘনের ঘটনায় পশ্চিমা দেশগুলোর সঙ্গে সংহতি প্রকাশ করেছেন।

ট্রাম্পের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ওয়াল্টজ বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র ও আমাদের মিত্ররা ন্যাটো অঞ্চলের প্রতিটি ইঞ্চি রক্ষা করবে।’

ট্রাম্প ক্ষমতা গ্রহণের প্রাক্কালে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি একদিনের মধ্যে ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে পারবেন,  যা লাখ লাখ মানুষের জীবন কেড়ে নিয়েছে। 

পুতিনের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক নিয়েও গর্ব করেছিলেন তিনি।

কিন্তু  ট্রাম্প গত সপ্তাহে স্বীকার করেছেন যে পুতিন তাকে সত্যিই হতাশ করেছেন।

আসন্ন বৈঠকে জেলেনস্কি ট্রাম্পকে আরও কঠোর অবস্থান নিতে এবং রাশিয়ার ওপর দীর্ঘ-হুমকিপূর্ণ নতুন নিষেধাজ্ঞা আরোপের জন্য চাপ দেবেন বলে মনে করা হচ্ছে।

কিন্তু গত সপ্তাহে জেলেনস্কির সঙ্গে আলোচনার পূর্বরূপ দেখার সময় পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ট্রাম্প পুতিনের ওপর চাপ প্রয়োগ করতে প্রস্তুত নন।

তিনি আরো বলেন, পুতিন ছাড়া বিশ্বে এমন কেউ অবশিষ্ট নেই, যে ইউক্রেনের বিষয়ে মধ্যস্থতা করতে পারে।

প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেছেন, ট্রাম্প ‘বিশ্বজুড়ে আমেরিকান শক্তির নবায়ন’ নিয়ে আলোচনা করবেন।

তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জাতিসংঘের জলবায়ু সংস্থা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন। 

মার্কিন উন্নয়ন সহায়তা কঠোরভাবে হ্রাস করেছেন এবং সার্বভৌমত্ব লঙ্ঘনকারী রায়ের জন্য বিদেশি বিচারকদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছেন তিনি।