শিরোনাম
ঢাকা, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : চীন মঙ্গলবার দেশটির দক্ষিণাঞ্চলে সুপার টাইফুন রাগাসা আঘাত হানার আগে কমপক্ষে ১০টি শহরে স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।
বেইজিং থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
শেনজেন শহরের জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ‘জরুরি উদ্ধারকর্মী ও মানুষের জীবিকা নির্বাহের দায়িত্বে নিয়োজিত ব্যক্তি ছাড়া, দয়া করে অপ্রয়োজনে কেউ বাইরে বের হবেন না।’
বিবৃতিতে আরও বলা হয়, বিকেল থেকে বিপণিবিতানগুলো (মার্কেট) বন্ধ থাকবে।