শিরোনাম
ঢাকা, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : নিউজিল্যান্ডের এক মা তার দুই সন্তানকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন। মামলাটি আন্তর্জাতিকভাবে দৃষ্টি আকর্ষণ করেছে।
নিউজিল্যান্ডের একটি আদালত মঙ্গলবার হাকিউং লি নামের ওই নারীকে দোষী সাব্যস্ত করেছেন।
অকল্যান্ড থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, নিউজিল্যান্ডের দক্ষিণ অকল্যান্ডের একটি স্টোরেজ ইউনিটে লি’র রেখে যাওয়া স্যুটকেসে তার ১০ বছরের কম বয়সী দুই সন্তানের লাশ পাওয়ার পর, ২০২২ সালে তাকে দক্ষিণ কোরিয়া থেকে প্রত্যর্পণ করা হয়।