শিরোনাম
ঢাকা, ২২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে গ্যাস ট্যাঙ্কার গাড়ি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ২৯ জন হয়েছে। এর আগে ১০ সেপ্টেম্বর মেক্সিকো সিটির পূর্বাঞ্চলীয় ইজতাপালাপা জেলার মধ্য দিয়ে যাওয়ার সময় গ্যাস ট্যাঙ্কার গাড়িটি উল্টে যায়।
স্থানীয় সময় রোববার সিটি মেয়রের কার্যালয় জানায়, বিস্ফোরণের ঘটনায় নতুন আরো চারজন মারা গেছে।
মেক্সিকো সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
দুর্ঘটনা কবলিত গাড়িতে প্রায় ৫০ হাজার লিটার জ্বালানি ছিল। দুর্ঘটনার পরপরই গাড়িতে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
সরকারিভাবে জানানো হয়, দুর্ঘটনায় আহতদের মধ্যে এখনো হাসপাতালে চিকিৎসাধীন ১৬ জন। এখন পর্যন্ত ৩৯ জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
স্থানীয় প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, দ্রুতগতিতে চলার কারণে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়েছে। উল্টে যাওয়া গাড়িটির ট্যাঙ্কার ফুটো হয়ে বিস্ফোরণ ঘটেছে।