শিরোনাম
ঢাকা, ২০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : মালাউইতে চলতি সপ্তাহের প্রেসিডেন্ট নির্বাচনের পর শুক্রবার দেশটির প্রায় অর্ধেক জেলায় ভোট গণনায় অনিয়ম খুঁজে পেয়েছে ক্ষমতাসীন দল।
এদিকে ফলাফল কারচুপির অভিযোগে আট জন ডেটা ক্লার্ককে গ্রেফতারের ঘোষণা দিয়েছে পুলিশ।
লিলংগুয়ে থেকে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
ব্যাপক অনিয়মের কারণে দেশটির ২০১৯ সালের প্রেসিডেন্ট নির্বাচনটি বাতিল করা হয়। দক্ষিণ আফ্রিকার দরিদ্র দেশটির কর্মকর্তারা মঙ্গলবারের সাধারণ নির্বাচনের পরে একই রকম পরিস্থিতি এড়াতে চান।
মালাভি কংগ্রেস পার্টির (এমসিপি) পার্থী প্রেসিডেন্ট লাজারাস চাকোয়েরা ও তার প্রধান প্রতিদ্বন্দ্বী, ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির সাবেক প্রেসিডেন্ট পিটার মুথারিকার উভয়ই প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার দাবি করেছে।
তবে পর্যবেক্ষকরা বলেন, প্রথম পাঁচ বছরে অর্থনীতি ভেঙে পড়ায় ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় ৭০ বছর বয়সী চাকোয়েরা দ্বিতীয় মেয়াদের জন্য এই নির্বাচনী দৌড়ে হেরে যাচ্ছেন বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
মালাউই নির্বাচন কমিশন (এমইসি) শুক্রবার তাদের প্রথম ফলাফল প্রকাশ করেছে। প্রকাশিত ফলাফলে চারটি কাউন্সিলের মধ্যে তিনটিতে ৮৫ বছর বয়সী মুথারিকাকেই শক্তিশালী অবস্থানে থাকতে দেখা গেছে।
ওই ফলাফল প্রকাশের ঠিক আগে, এমসিপি এক সংবাদ সম্মেলনে বলেছে যে তাদের প্রতিনিধিরা দেশের ২৮টি জেলার মধ্যে ১৩টিতে ‘অনিয়ম’ দেখতে পেয়েছে।
চাকোভেরার রানিং মেট ভিটুম্বিকো মুম্বা বলেন, এমইসির কাছে একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে এমসিপি, বিশেষ করে যেসব এলাকায় আমরা গুরুতর অসঙ্গতি খুঁজে পেয়েছি।
তবে মুম্বা অসঙ্গতির কোনো সুনির্দিষ্ট বিবরণ দেননি।
পুলিশ জানায়, রাজধানী লিলংগুয়েতে আট জন নির্বাচনী ডেটা এন্ট্রি ক্লার্ককে ‘তথ্য কারসাজির’ অভিযোগে গ্রেফতার করা হয়েছে।