বাসস
  ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৪২

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো ক্যান্সারে আক্রান্ত

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারো। ফাইল ছবি

ঢাকা, ১৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারো’র ত্বকের ক্যান্সার শনাক্ত হয়েছে। গতকাল বুধবার তার চিকিৎসক এ তথ্য জানান। অভ্যুত্থান প্রচেষ্টায় নেতৃত্ব দেওয়ার দায়ে গত সপ্তাহে দোষী সাব্যস্ত হয়েছেন ৭০ বছর বয়সী বলসোনারো।

ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়া থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

প্রচণ্ড হেঁচকি ও বমি হওয়ার কারণে গত মঙ্গলবার বলসোনারো’কে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে পাহারা দিয়ে রাখে কারারক্ষীরা। হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার পর চিকিৎসক জানান, জাইর বলসোনারো ক্যান্সারে আক্রান্ত হয়েছেন।

২০১৮ সালে প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারণার সময় পেটে ছুরিকাঘাতের জেরে গত কয়েক বছরে বলসোনারো’র একাধিক স্বাস্থ্যগত সমস্যা দেখা দিয়েছে। একাধিকবার তার অস্ত্রোপচারও করানো হয়েছে।

গত সপ্তাহে দোষী সাব্যস্ত হয়ে ২৭ বছরের কারাদণ্ডের রায়ের পর এবার ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর এলো।

বলসোনারো’র আইনজীবী জানান, আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।