বাসস
  ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৪১

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৩ পুলিশ নিহত, আহত ২

ছবি : সংগৃহীত

ঢাকা, ১৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গতকাল বুধবার এক বন্দুকধারীর গুলিতে তিন পুলিশ সদস্য নিহত এবং আরো দু’জন গুরুতর আহত হয়েছে। একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস সাংবাদিকদের জানান, পুলিশের পাঁচ সদস্যের ওপর গুলি চালিয়েছে ওই বন্দুকধারী। তাদের মধ্যে তিনজন ঘটনাস্থলেই মারা গেছে। বাকি দু’জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে, তাদের শারীরিক পরিস্থিতি এখনো আশঙ্কাজনক।

পারিবারিক ঝামেলা সংক্রান্ত অভিযোগের তদন্তে গিয়ে বন্দুকধারীর হামলার শিকার হন ওই পুলিশ সদস্যরা।

পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস আরও বলেন, এ ঘটনায় হামলাকারী নিহত হয়েছে। সে পুলিশের গুলিতে প্রাণ হারায়। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। তবে, জনসাধারণের জন্য এ ঘটনায় আর কোনো ঝুঁকি নেই।

স্থানীয় সময় বুধবার বিকেলে ফিলাডেলফিয়া থেকে ২১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের ইয়র্ক কাউন্টির কোদোরাস টাউনশিপে বন্দুক হামলার ঘটনা ঘটে।

ক্রিস্টোফার বলেন, তদন্তের স্বার্থে এ ব্যাপারে বিস্তারিত তথ্য এখনই জানানো হচ্ছে না।