শিরোনাম
ঢাকা, ১৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা আইএইএ’র সঙ্গে নতুন সহযোগিতা চুক্তি স্বাক্ষরের পর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল প্রক্রিয়ায় ইউরোপীয় পরাশক্তিগুলোর কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া আশা করছে ইরান।
তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বুধবার ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে টেলিফোনে কথা বলার প্রস্তুতি নিচ্ছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ী তার নিয়মিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা দেখিয়েছি কূটনীতির প্রতি আমাদের কোনো অনীহা নেই এবং ইরানি জাতির স্বার্থ ও কল্যাণে আমরা সবসময় সুযোগ কাজে লাগাতে চাই’।
তিনি আরো বলেন, ‘এটা প্রত্যাশা করা স্বাভাবিক যে, ইরানের ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও সদিচ্ছাপূর্ণ প্রচেষ্টা ইউরোপীয় পক্ষ থেকেও একই ধরনের ও পারস্পরিক পদক্ষেপে প্রতিফলিত হবে’।
গত জুন মাসে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরাননের পরমাণু স্থাপনায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা আইএইএ’র সঙ্গে সহযোগিতা স্থগিত করার পর সম্প্রতি ইরান নতুন সহযোগিতা কাঠামোয় সম্মত হয়।
এই চুক্তিটি এমন সময়ে স্বাক্ষরিত হয়েছে, যখন ইউরোপীয় দেশ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি ২০১৫ সালের পরমাণু চুক্তির ‘স্ন্যাপব্যাক’ প্রক্রিয়া সক্রিয় করে জাতিসংঘ নিষেধাজ্ঞা পুনর্বহালের উদ্যোগ নিয়েছে। তাদের ভাষায় ইরানের অসহযোগিতার কারণে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
ইরান ইউরোপীয় দেশগুলোর আহ্বান মেনে আইএইএ’র সঙ্গে পূর্ণ সহযোগিতা পুনঃস্থাপন না করলে আগামী মাসে নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা রয়েছে।
২০১৫ সালের ওই চুক্তিতে ইরানকে নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি দেওয়ার বিনিময়ে পরমাণু কর্মসূচি সীমিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তবে ২০১৮ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে ওই চুক্তি থেকে প্রত্যাহার করে নিয়ে আবারও নিষেধাজ্ঞা আরোপ করলে তা প্রায় অকার্যকর হয়ে পড়ে।