বাসস
  ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৬

কানাডার উদারপন্থী ফ্রিল্যান্ডের মন্ত্রিত্ব ছাড়ার ঘোষণা

ঢাকা, ১৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : কানাডার গুরুত্বপূর্ণ উদারপন্থী ব্যক্তিত্ব ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড মঙ্গলবার মন্ত্রিত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন।  

মন্ট্রিল থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ফ্রিল্যান্ড মন্ত্রিসভা ছেড়ে ইউক্রেনের পুনর্গঠন সম্পর্কিত একটি নতুন দায়িত্বে যুক্ত হতে যাচ্ছেন। তিনি কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর শীর্ষ মিত্র ছিলেন।  

ফ্রিল্যান্ড কানাডার লিবারেল পার্টির নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। কিন্তু মার্চ মাসের ভোটে মার্ক কার্নির কাছে বড় ব্যবধানে পরাজিত হন তিনি। পরে তিনি কার্নির মন্ত্রিসভায় যোগ দেন।

কার্নি বলেন, তিনি ফ্রিল্যান্ডকে কানাডার বিশেষ প্রতিনিধি হিসেবে ইউক্রেনের পুনর্গঠন সম্পর্কিত একটি নতুন ভূমিকা পালনের জন্য অনুরোধ করেছিলেন। কারণ ফ্রিল্যান্ড ইউক্রেনীয় ভাষায় পারদর্শী।

ফ্রিল্যান্ড তার পরিবহন ও অভ্যন্তরীণ বাণিজ্য মন্ত্রীর দায়িত্ব ছেড়ে দেওয়ার সময় ‘অগণিত কৃতজ্ঞতা ও কিছুটা দুঃখ’ প্রকাশ করেছেন।

তিনি সংসদে থাকবেন। কিন্তু পরবর্তী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা তার নেই।

ফ্রিল্যান্ড এক বিবৃতিতে বলেন, ‘গণতন্ত্রের একটি বড় শক্তি হলো- যে কেউ চিরকাল রাজনৈতিক পদে থাকতে পারে না।’ 

কার্নি ফ্রিল্যান্ডের ইউক্রেন সম্পর্কিত দায়িত্বের ব্যাপারে খুব বেশি বিস্তারিত কিছু জানাননি।
তবে তিনি বলেন, ফ্রিল্যান্ডের কানাডার অর্থমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও আন্তর্জাতিক বাণিজ্যমন্ত্রী হিসেবে পূর্বের অভিজ্ঞতা, তাকে কিয়েভকে সহায়তা করার জন্য ‘অনন্যভাবে প্রস্তুত’ করেছে।

গত বছরের শেষের দিকে ট্রুডোর উপ-প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার সময়, সরকারের পক্ষে একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ভাষণ দেওয়ার কয়েক ঘন্টা আগে ফ্রিল্যান্ড পদত্যাগপত্র প্রকাশ করেন।

ফ্রিল্যান্ডের নাটকীয় পদত্যাগের ফলে ট্রুডোর পদত্যাগের পেছনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হয়, যা তার এক দশকের শাসনকাল শেষ হয়।