শিরোনাম
ঢাকা, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ইসরাইলি সেনাবাহিনী আজ মঙ্গলবার জানিয়েছে, ইয়েমেনের বিদ্রোহী-অধ্যুষিত হোদেইদা বন্দরে ‘হুথিদের সামরিক স্থাপনা’য় হামলা চালানো হয়েছে।
জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, কিছুক্ষণ আগে, আইডিএফ (ইসরাইলি সামরিক বাহিনী) ইয়েমেনের হোদেইদা বন্দরে হুথিদের একটি সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে।
তাদের অভিযোগ, হুথি বিদ্রোহীরা ইরানি শাসকগোষ্ঠীর সরবরাহ করা অস্ত্র পরিবহনের জন্য, ইসরাইল রাষ্ট্র ও তাদের মিত্রদের বিরুদ্ধে আক্রমণ চালাতে বন্দরটি ব্যবহার করছিল।