শিরোনাম
ঢাকা, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : কেনিয়ায় এক দশকেরও বেশি আগে সেপটিক ট্যাঙ্ক থেকে একজন নারীর লাশ উদ্ধার হয়েছিল। আলোচিত ওই ঘটনায় আজ মঙ্গলবার দেশটির রাজধানী নাইরোবির একটি আদালত একজন ব্রিটিশ নাগরিকের বিরুদ্ধে গেফতারি পরোয়ানা জারি করেছে।
নাইরোবি থেকে এএফপি এ খবর জানিয়েছে।
অভিযোগ রয়েছে, ২১ বছর বয়সী এগনেস ওয়ানজিরু ২০১২ সালে নানিউকি শহরের একটি হোটেলে ব্রিটিশ সৈন্যদের সঙ্গে পার্টিতে অংশ নিতে যাওয়ার পর মারা যান। সেখানে ব্রিটেনের স্থায়ী সামরিক ঘাঁটি রয়েছে।
পাবলিক প্রসিকিউটরের পরিচালকের কার্যালয় (ওডিপিপি) জানিয়েছে, তারা আদালতকে জানিয়েছে, বিদ্যমান প্রমাণগুলো নির্দেশ করে যে, হত্যার সঙ্গে সন্দেহভাজন ব্যক্তি একজন ব্রিটিশ নাগরিক।
নাইরোবি হাইকোর্টের বিচারক আলেকজান্ডার মুতেতি বলেন, অভিযুক্তকে গ্রেফতার এবং তার বিচারের জন্য এই আদালতে আত্মসমর্পণের আদেশ দেওয়ার সম্ভাব্য কারণ রয়েছে। একজন ব্রিটিশ নাগরিককে গ্রেফতারে পরোয়ানা জারি করা হয়েছে।
বিচারকের রায়ের পর ওডিপিপি এক বিবৃতিতে বলেছে, সন্দেহভাজন ব্যক্তিকে কেনিয়ার আদালতে হাজির করার জন্য এখন প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু করা হবে।
ওয়ানজিরুর বোন রোজ ওয়ানুয়া ওয়ানজিকু আদালতের এই নির্দেশনায় সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, ন্যায়বিচারের জয় হোক।