বাসস
  ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৮

পূর্ব তিমুরে এমপিদের গাড়ি কেনার পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত

ঢাকা, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র পূর্ব তিমুরে সংসদ সদস্যদের জন্য এসইউভি গাড়ি কেনার সরকারি পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভকারীদের সঙ্গে আজ মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো পুলিশের সংঘর্ষ হয়েছে।

পূর্ব তিমুরের রাজধানী দিলি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

দিলিতে বিক্ষোভকারীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন এবং সংসদ ভবনের কাছে একটি সরকারি গাড়ি পুড়িয়ে দিয়েছেন। এছাড়া, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে পাথর ছুড়ে মারা হয়েছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিতে পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করেছে।

দেশটির ৬৫ জন সংসদ সদস্যের প্রত্যেকের জন্য টয়োটা প্রাডো এসইউভি কেনার পরিকল্পনার বিরোধিতা করে জাতীয় সংসদের কাছের সড়কে ২ হাজারের বেশি বিক্ষোভকারী জড়ো হয়। বিক্ষোভকারীদের বেশিরভাগই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী।

গতকাল সোমবারও একই ধরনের বিক্ষোভ হয়েছে পূর্ব তিমুরে। ইতোমধ্যে বেশ কয়েকটি রাজনৈতিক দল ঘোষণা দিয়েছে, তারা এই পরিকল্পনা থেকে সরে আসতে পার্লামেন্টে অনুরোধ জানাবে।