বাসস
  ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৫৯
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৪:১৭

ভেনিজুয়েলার ‘মাদকবাহী’ নৌযানে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ৩

ঢাকা, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : দ্বিতীয়বারের মতো ভেনিজুয়েলার সন্দেহভাজন ‘মাদকবাহী’ নৌযানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের ওই হামলায়  তিন জন নিহত হয়েছে। 
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে এ তথ্য জানিয়েছেন। 

এদিকে দক্ষিণ আমেরিকার দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ওয়াশিংটনের ‘আগ্রাসনের’ বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার করেছেন।

ওয়াশিংটন থকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

এই মাসের শুরুতে যুক্তরাষ্ট্রর প্রথম হামলায় ১১ জন নিহত হওয়ার পর থেকে সন্দেহভাজন মাদকবাহী নৌকায় প্রাণঘাতী সামরিক হামলা চালানোর আইনগত বৈধতা নিয়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে প্রশ্ন উঠছে।

নতুন এ হামলাটি এমন সময়ে ঘটল, যখন ক্যারিবিয়ান অঞ্চলে ব্যাপক মার্কিন নৌ-ঘাঁটি জড়ো হওয়ায় জল্পনা-কল্পনা বাড়ছে যে— ওয়াশিংটন হয়তো কারাকাসের সরকার পরিবর্তনের চেষ্টা করছে।

ট্রাম্প সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন। 

ভিডিওতে একটি নৌকাকে সমুদ্রে ভাসতে দেখা যায় এবং এরপর সেটি বিস্ফোরিত হয়। 

ভিডিওটির সঙ্গে তিনি জানান, হামলায় ৩ জন পুরুষ সন্ত্রাসী নিহত হয়েছে।

ট্রাম্প আরো বলেন, ‘ভেনিজুয়েলার মাদক সন্ত্রাসীরা আন্তর্জাতিক জলসীমায় অবৈধ মাদক পরিবহন করে মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে আসার সময় এই হামলার ঘটনাটি ঘটে।’

এই ধরনের হামলা আন্তর্জাতিক আইনের আওতায় পড়ে কি-না এবং তা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে বিবেচিত হবে কি-না, তা নিয়ে বিতর্ক উঠলেও, ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র নিশ্চিত যে নিহত ব্যক্তিরা মাদক পাচারকারী ছিল।

ট্রাম্প ওভাল অফিসে সাংবাদিকদের বলেন, ‘আমাদের কাছে এর প্রমাণ আছে।’

যুক্তরাষ্ট্র ও ভেনিজুয়েলার দীর্ঘদিনের শত্রুতা সম্প্রতি আরও তীব্র হয়েছে। ভেনিজুয়েলার উপকূলের কাছে মাদুরোর ওপর চাপ বাড়াতে ট্রাম্প আটটি যুদ্ধজাহাজ মোতায়েন করেছেন। 

যুক্তরাষ্ট্র বামপন্থী মাদুরোর বিরুদ্ধে একটি কোকেন পাচার চক্রের নেতৃত্ব দেওয়ার অভিযোগ তুলেছে এবং সম্প্রতি তাকে গ্রেফতারের জন্য ঘোষিত পুরস্কার দ্বিগুণ করে  পাঁচ কোটি ডলার করেছে।

বিশ্বের অনেক দেশ মাদুরোর ২০২৪ সালের জুলাইয়ের পুনর্নির্বাচিত হওয়াকে প্রত্যাখ্যান করেছে, যেখানে বিরোধীরা ব্যাপক ভোট জালিয়াতির অভিযোগ করেছে।