বাসস
  ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৫

চুক্তি মেনে নেওয়ার জন্য হামাসের হাতে ‘সময় খুব কম’ : রুবিও

ঢাকা, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : হামাসের হাতে যুদ্ধবিরতি চুক্তি মেনে নেওয়ার জন্য মাত্র কয়েকদিন সময় আছে বলে মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সতর্ক করেছেন। 

এদিকে ইসরাইল গাজা সিটিতে বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে বলে তেল আবিব থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।

মধ্যস্থতাকারী কাতারের উদ্দেশে ইসরাইল থেকে রওয়ানা হওয়ার প্রাক্কালে রুবিও সাংবাদিকদের বলেন, ‘ইসরাইলিরা সেখানে অভিযান শুরু করেছে। তাই আমরা মনে করি, চুক্তি হওয়ার জন্য আমাদের হাতে খুব কম সময় আছে। আমাদের আর মাস নেই এবং সম্ভবত আমাদের কাছে কয়েক দিন বা সম্ভবত কয়েক সপ্তাহ বাকি আছে।’