শিরোনাম
ঢাকা, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : গাজা ‘আগুনে জ্বলছে’ বলে প্রতিরক্ষা মন্ত্রী ইসরাইল কাৎজ মঙ্গলবার মন্তব্য করেছেন।
প্রত্যক্ষদর্শীরা বার্তা সংস্থা এএফপিকে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ডে ব্যাপক হামলার কথা জানিয়েছে।
কাৎজ সতর্ক করেন যে তার দেশ ‘পিছু হটবে না।’
ইসরাইল কাৎজ বলেন, ইসরাইলি সামরিক বাহিনী (আইডিএফ) লৌহমুষ্টি দিয়ে সন্ত্রাসী অবকাঠামোগুলোতে আঘাত হেনেছে এবং এর সৈন্যরা জিম্মিদের মুক্তি ও হামাসের পরাজয়ের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি তৈরি করতে সাহসিকতার সঙ্গে লড়াই করছে।
তিনি জোর দিয়ে বলেন, ‘মিশন সম্পন্ন না হওয়া পর্যন্ত আমরা পিছু হটব না।’