বাসস
  ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১৫

মাদ্রিদে ভুয়েল্টা কোর্সে ফিলিস্তিনিপন্থী বিক্ষোভকারীরা হামলা করেছে

ঢাকা, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : গতকাল রোববার মাদ্রিদের কেন্দ্রস্থলে ভুয়েল্টা আ এস্পানার চূড়ান্ত পর্যায় যে কোর্স দিয়ে অতিক্রম করবে, সেখানে শত শত ফিলিস্তিনিপন্থী বিক্ষোভকারী হামলা করেছে। 

মাদ্রিদ থেকে এএফপি এই খবর জানিয়েছে।

এএফপি’র সাংবাদিকরা বলেছেন, গ্রান ভিয়াতে, যেখানে সাইক্লিস্টদের একাধিকবার যাওয়ার কথা ছিল, বিক্ষোভকারীরা বাধা ভেঙে রাস্তায় নেমে আসে এবং কেউ কেউ ইসরাইেলকে বয়কটের স্লোগান দেয়।