বাসস
  ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫১

কাতারে হামলার পর ইসরাইলকে সতর্ক করলেন ট্রাম্প

ঢাকা, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ইসরাইল হামাস নেতাদের লক্ষ্য করে কাতারে বিমান হামলা চালানোর কয়েকদিন পর, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার মিত্র দেশটিকে সতর্ক করেছেন। 

মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের দুই শক্তিশালী মিত্র দেশ কাতার ও ইসরাইল পরস্পরের সঙ্গে ক্রমবর্ধমান বিরোধের মুখোমুখি হচ্ছে।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘কাতার একটি অত্যন্ত মহান মিত্র। 

কাতারে ইসরাইলের সাম্প্রতিক বিমান হামলার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘আমরা যখন কাউকে আক্রমণ করব, তখন আমাদেরকে সতর্ক থাকতে হবে।’ 

তিনি ইসরাইলসহ যুক্তরাষ্ট্রের সকল মিত্রকে সতর্ক থাকার আহ্বান জানান। 

মঙ্গলবার দোহায় ওই বিমান হামলার জন্য ট্রাম্প প্রথমে ইসরাইলকে তিরস্কার করেন। সেখানে ইসরাইল ও হামাসের আলোচকরা গাজায় যুদ্ধ শেষ করার জন্য কাজ করছেন।

ওই হামলার ফলে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসসহ আরব ও মুসলিম নেতারা দোহায় সংহতি প্রদর্শনের জন্য জড়ো হন। 

কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি সেখানে বিশ্বকে ‘দ্বৈত নীতিমালা বন্ধ করার’ এবং ইসরাইলকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসার আহ্বান জানান।

উপসাগরীয় দেশটির রাজধানীতে ইসরাইলের হামলায় পাঁচ হামাস সদস্য ও কাতারের একজন নিরাপত্তা কর্মকর্তা নিহত হন।

কাতারের ওই অঞ্চলের বৃহত্তম মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে।