বাসস
  ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০০

মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ১৫

ঢাকা, ১৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : মেক্সিকোর দক্ষিণ-পূর্বাঞ্চলে শনিবার এক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

ইউকাতান অঙ্গরাজ্যের সিকিউরিটি সেক্রেটারিয়েট জানিয়েছে, মেরিদা ও কামপেচে শহরের মধ্যবর্তী মহাসড়কে একটি পণ্যবাহী ট্রাক উল্টে গিয়ে একটি গাড়ি ও নির্মাণ শ্রমিক বহনকারী একটি ট্রাকে আঘাত হানে।

সংস্থাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানায়, ঘটনাস্থলেই ১৫ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। এর মধ্যে ট্রাকচালকও রয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

মেক্সিকো সিটি থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, এক সপ্তাহেরও কম সময়ে দেশটিতে বড় ধরনের প্রাণহানীর এটি তৃতীয় সড়ক দুর্ঘটনা। গত সোমবার মধ্য মেক্সিকোতে একটি মালবাহী ট্রেনের সঙ্গে একটি ডাবল-ডেকার বাসের সংঘর্ষে ১০ জন নিহত ও ৪১ জন আহত হন।

দুই দিন পর, প্রায় ৫০ হাজার লিটার গ্যাস বহনকারী একটি ট্রাক মেক্সিকো সিটিতে উল্টে গিয়ে বিস্ফোরিত হয়। এ ঘটনায় ১৩ জন নিহত ও বহু মানুষ মারাত্মকভাবে দগ্ধ হন বলে শনিবার হালনাগাদ করা এক হিসাবে জানানো হয়েছে।