বাসস
  ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৩:১২

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আগে ন্যাটোকে রুশ তেল কেনা বন্ধের দাবি ট্রাম্পের

ঢাকা, ১৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাটো জোটের সব মিত্র দেশকে রাশিয়ার তেল কেনা পুরোপুরি বন্ধ করার দাবি জানিয়েছেন।

ট্রাম্প শনিবার জানান, তিনি রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা দিতে প্রস্তুত। তবে শর্ত হলো-ন্যাটো জোটের সব মিত্র দেশকে রাশিয়ার তেল কেনা বন্ধ এবং নিজেদেরও নিষেধাজ্ঞা কার্যকর করতে হবে।

ওয়াশিংটন থেকে এএফপি এই খবর জানায়।

পাশাপাশি ট্রাম্প এও প্রস্তাব দেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে ন্যাটো দেশগুলো যেন চীনের ওপরও ৫০ থেকে ১০০ শতাংশ শুল্ক আরোপের কথা বিবেচনা করে।

ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশালে লেখেন, ‘আমি রাশিয়ার ওপর বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপ করতে প্রস্তুত। তবে তখনই, যখন সব ন্যাটো দেশ একই পদক্ষেপ নিতে রাজি হবে এবং রাশিয়ার তেল কেনা বন্ধ করবে।’

তিনি এই পোস্টকে ন্যাটো ও বিশ্বের উদ্দেশে লেখা চিঠি হিসেবেও বর্ণনা করেন।

যুদ্ধ চালানোর জন্য মস্কোর যে রাজস্ব প্রয়োজন, তাতে আঘাত হানতে ট্রাম্প বারবার রাশিয়ার ওপর অতিরিক্ত নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন। 

গত সপ্তাহে ক্রেমলিন ইউক্রেনে সবচেয়ে বড় বিমান হামলা চালানোর পর তিনি আবারো এই হুমকি দেন।

তবে এখন পর্যন্ত তিনি এই হুমকি কার্যকর করতে পারেননি, যা কিয়েভকে হতাশ করেছে।

আলাস্কায় গত মাসে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। 

বৈঠকের পর তিনি ন্যাটো দেশগুলোর রাশিয়ার কাছ থেকে তেল কেনার বিষয়টিকে ‘চমকপ্রদ’ বলে অভিহিত করেছেন।

তার মতে, এতে মস্কোর সঙ্গে আলোচনায় তাদের অবস্থান দুর্বল হচ্ছে।

ট্রাম্প  পোস্টে লিখেন, ‘যাই হোক, আপনারা যখন প্রস্তুত হবেন, তখন আমি ‘শুরু’ করবো। শুধু বলুন কখন?’
 
ট্রাম্প ন্যাটো জোটভুক্ত দেশগুলোকে চীনের ওপর শুল্ক আরোপের প্রস্তাব দেন। সম্প্রতি বেইজিংয়ে পুতিনের সঙ্গে উচ্চ পর্যায়ের এক শীর্ষ সম্মেলন করেছে চীন এবং দেশটি রাশিয়ার সঙ্গে কৌশলগত সহযোগিতা আরও জোরদার করেছে বলে ধারণা করা হয়।

ট্রাম্প বলেন, ‘আমি বিশ্বাস করি, রাশিয়ার ওপর ন্যাটোর নিষেধাজ্ঞা এবং ন্যাটো সদস্যরা চীনের ওপর ৫০ থেকে ১০০ শতাংশ শুল্ক আরোপ করলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দ্রুত থামবে। এই সিদ্ধান্ত প্রাণঘাতী, তবে এই অযৌক্তিক যুদ্ধ শেষ করতে এটা বড় ভূমিকা রাখবে। যুদ্ধ শেষ হলে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে।’

তিনি দাবি করেন, রাশিয়ার ওপর চীনের শক্তিশালী প্রভাব ও নিয়ন্ত্রণ আছে। এ কঠোর শুল্ক আরোপ করা হলে, সেই নিয়ন্ত্রণ ভেঙে যাবে।

ট্রাম্প বলেন, যদি ৩২-সদস্যের এই জোট ‘আমি যা বলি তা করে, তাহলে যুদ্ধ দ্রুত শেষ হবে। যদি না করে, তবে আপনারা কেবল আমার সময় নষ্ট করছেন।’