শিরোনাম
ঢাকা, ১২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : রাশিয়া ও বেলারুশ বড় ধরনের সামরিক মহড়া শুরু করার পর ন্যাটো আজ শুক্রবার জানিয়েছে, এ ঘটনায় জোটের সদস্যদের জন্য তাৎক্ষণিকভাবে কোনো সামরিক হুমকি দেখা যাচ্ছে না।
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
ন্যাটো’র একজন কর্মকর্তার বরাতে এএফপি জানিয়েছে, আমরা রাশিয়া ও বেলারুশকে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানাই। আমরা কোনো ন্যাটো মিত্র দেশের বিরুদ্ধে এ নিয়ে তাৎক্ষণিকভাবে সামরিক হুমকি দেখছি না।