শিরোনাম
ঢাকা, ১০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ইউক্রেন যুদ্ধের জন্য মস্কোর প্রয়োজনীয় রাজস্বের ওপর আঘাত হানতে যদি ইইউ একই ধরণের পদক্ষেপ নেয়, তাহলে রাশিয়ার তেল ক্রেতাদের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র শুল্ক বৃদ্ধি করতে প্রস্তুত। মার্কিন এক কর্মকর্তা মঙ্গলবার এএফপি’কে একথা জানিয়েছেন।
ওয়াশিংটন থেকে এএফপি এই খবর জানিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় অংশ নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন ও ভারতের মতো তেল ক্রেতাদের ওপর ৫০ শতাংশ থেকে ১০০ শতাংশ শুল্ক আরোপের সম্ভাবনা উত্থাপন করেছেন।
মস্কোর নিষেধাজ্ঞা এড়িয়ে যাওয়া রোধে ইইউ’র বৈশ্বিক প্রচারণার নেতৃত্বদানকারী ইইউ’র নিষেধাজ্ঞা দূত ডেভিড ওসুলিভান সোম এবং মঙ্গলবার ওয়াশিংটনে একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। সেখানে এই আলোচনা অনুষ্ঠিত হচ্ছে।
মার্কিন কর্মকর্তা জানান, গতকাল মঙ্গলবার ইউক্রেনের প্রধানমন্ত্রীর সাথে আলোচনার জন্য ট্রাম্প ফোন করেছিলেন।
ওই কর্মকর্তা আরও বলেছেন, চীন ও ভারতের তেল ক্রয় হলো রাশিয়ান যুদ্ধযন্ত্রের অর্থের উৎস। ‘যদি আপনি অর্থের উৎস খুঁজে না পান, তাহলে যুদ্ধযন্ত্র বন্ধ করার কোন উপায় নেই।’
আলোচনায় আরও উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ও মার্কিন বাণিজ্য প্রতিনিধির কার্যালয় এবং পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা।
কিন্তু সরকারি কর্মকর্তা জোর দিয়ে বলেছেন, যদিও ট্রাম্প তিনি বিশ্বাস করেন, ‘ইইউকে আমাদের সাথে থাকতে হবে’।