শিরোনাম
ঢাকা, ১০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : কাতারে হামাস নেতাদের টার্গেট করে ইসরাইলি হামলার সমালোচনার পর বুধবার জাতিসংঘে ইসরাইলের রাষ্ট্রদূত বলেছেন, তার দেশ সবসময় তাদের মিত্র যুক্তরাষ্ট্রের স্বার্থে কাজ করে না।
কাতারে হামাস নেতাদের টার্গেট করে ইসরাইলি হামলার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিরল সমালোচনা করার পর জাতিসংঘে ইসরাইল রাষ্ট্রদূত একথা বলেছেন।
জেরুজালেম থেকে এএফপি এই খবর জানিয়েছে।
ড্যানি ড্যানন ইসরাইলি একটি রেডিও স্টেশনকে বলেছেন, ‘আমরা সবসময় যুক্তরাষ্ট্রের স্বার্থে কাজ করি না। আমরা সমন্বিত, তারা আমাদের অবিশ্বাস্য সমর্থন দেয়, আমরা এর প্রশংসা করি, তবে কখনো কখনো আমরা নিজেরাই সিদ্ধান্ত নিই এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে অবহিত করি’।
তিনি আরো বলেছেন, ‘সিদ্ধান্তটি সঠিক’ ছিল কারণ, ‘এই হামলা কাতারের ওপর ছিল না; ছিল হামাসের ওপর’।