বাসস
  ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২২:২৮

রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ২৪

ছবি : সংগৃহীত

ঢাকা, ৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে পেনশন ভাতা নিতে অপেক্ষমাণ মানুষের ওপর মঙ্গলবার রাশিয়ার হামলায় ২৪ জন নিহত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। ওই এলাকায় রাশিয়া বড় ধরনের আক্রমণের প্রস্তুতির অংশ হিসেবে সেনা মোতায়েন করেছে।

কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অনলাইনে কিছু ভিডিও প্রকাশ করেছেন। এতে একটি পুড়ে যাওয়া মাইক্রোবাস ও খেলার মাঠের পাশে মাটিতে ছড়িয়ে থাকা কয়েকটি মরদেহ দেখা যায়। তবে এএফপি জানায়, এসব ভিডিও’র সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, দোনেৎস্ক অঞ্চলের গ্রামীণ বসতি ইয়ারোভায় রুশ বাহিনী ভয়াবহ বিমান হামলা চালিয়েছে। তখন সাধারণ মানুষদের মাঝে ভরণপোষণের ভাতা বিতরণ চলছিল, ঠিক সেই সময়ে হামলা চালানো হয়েছে।

রাশিয়া এই শিল্পাঞ্চলকে নিজেদের অংশ দাবি করলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি। কিয়েভের দাবি, ক্রেমলিন নতুন আক্রমণের জন্য ফ্রন্টলাইনের একটি গুরুত্বপূর্ণ অংশে এক লাখ সেনা মোতায়েন করেছে।

ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই হামলায় ২৪ জন নিহত হয়েছেন। 

দেশটির সেনাবাহিনী বলেছে, রাশিয়া এই হামলায় গ্লাইড বোমা ব্যবহার করেছে, যা ডানাযুক্ত হওয়ায় কয়েক কিলোমিটার উড়ে গিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। রাশিয়া ইউক্রেনের গভীরে হামলা চালাতে এবং ফ্রন্টলাইন বিস্তৃত করতে এই ধরনের অস্ত্র তৈরি করেছে।

ইয়ারোভা ফ্রন্টলাইন থেকে প্রায় আট কিলোমিটার দূরে অবস্থিত এবং যুদ্ধের আগে সেখানে প্রায় ১ হাজার ৯শ’ মানুষের বসবাস ছিল। এএফপি’র সাংবাদিকরা পূর্ব ইউক্রেনে এক মর্গের বাইরে শোকাহত মানুষদের কাঁদতে দেখেছেন। সেখানে উদ্ধার কর্মীরা অন্তত ১৩টি মরদেহ কালো ব্যাগে ঢেকে রাখে।

জেলেনস্কি এই হামলার প্রতিক্রিয়ায় মিত্রদের কঠোর প্রতিক্রিয়া জানানোর আহ্বান জানান। 

এ ঘটনায় রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।