বাসস
  ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৪৯

ইসরাইল সীমান্তে হিজবুল্লাহকে নিরস্ত্র করবে লেবানন: লেবাননের পররাষ্ট্র মন্ত্রী

ঢাকা, ৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): লেবাননের সেনাবাহিনী আগামী তিন মাসের মধ্যে ইসরাইল সীমান্তের কাছে হিজবুল্লাহকে সম্পূর্ণভাবে নিরস্ত্র করবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ রাজ্জি।

 বৈরুত থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ রাজ্জি এএফপি’কে জানিয়েছেন, সেনাপ্রধান রোডলফ হায়ক্যাল গত সপ্তাহে সরকারকে পাঁচ ধাপের একটি পরিকল্পনা উপস্থাপন করেছেন। এর লক্ষ্য দেশের অস্ত্রের নিয়ন্ত্রণ এককভাবে লেবানন রাষ্ট্রের হাতে কেন্দ্রীভূত করা।

তিনি বলেন, প্রথম ধাপের জন্য তিন মাস সময় নির্ধারণ করা হয়েছে। এ সময়ে লিটানি নদীর দক্ষিণাংশ থেকে অস্ত্র সরিয়ে ফেলার কাজ সম্পন্ন হবে।

এই এলাকা ইসরাইল সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে এবং নভেম্বরের মধ্যেই কাজটি শেষ হবে বলে উল্লেখ করেন তিনি।