বাসস
  ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪:১১

ইসরাইলি সেনাবাহিনী গাজা উপত্যকা থেকে দুটি প্রজেক্টাইল নিক্ষেপ করেছে

ঢাকা, ৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ইসরাইলি সেনাবাহিনী রোববার সকালে গাজা উপত্যকা থেকে ইসরাইলের দিকে দুটি প্রজেক্টাইল নিক্ষেপের খবর দিয়েছে। 

জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘নেটিভোট এলাকা ও গাজা উপত্যকার কাছাকাছি সম্প্রদায়গুলোয় কিছুক্ষণ আগে কয়েকটি সাইরেন বাজানোর পর, মধ্য গাজা উপত্যকা থেকে দুটি প্রক্ষেপণ ইসরাইলি ভূখণ্ডে প্রবেশ শনাক্ত করা হয়েছে।’ 

এতে আরো বলা হয়, একটি প্রজেক্টাইল আটকানো হয় এবং অপরটি খোলা জায়গায় আঘাত হানে।’