শিরোনাম
ঢাকা, ৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ইসরাইলি বাহিনী শনিবার গাজা শহরের আরেকটি বহুতল ভবনে হামলা চালিয়েছে। ওই হামলায় বহুতল ভবনটি ধ্বংস হয়েছে।
জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
ইসরাইলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে দাবি করা হয়েছে, কিছুক্ষণ আগে, আইডিএফ (ইসরাইলি সামরিক বাহিনী) গাজা সিটি এলাকায় হামাস সংগঠন কর্র্তৃক ব্যবহৃত একটি বহুতল ভবনে হামলা চালানো হয়েছে।
ইসরাইলি হামলায় ১৫ তলা ওই ভবনের নাম সুসি টাওয়ার বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ভিডিওতে ভবনটি ধসে পড়ার দৃশ্য দেখা যাচ্ছে।
এ ছাড়া ভবনটিতে আঘাত হানার একটি ভিডিও ফুটেজ পোস্ট করেছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ। তিনি এক্স-এ লিখেছেন, ‘আমরা হামলা চালিয়ে যাচ্ছি।’