শিরোনাম
ঢাকা, ৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : অস্ট্রেলিয়া পুলিশ আজ জানিয়েছে, সিডনির উপকূলে সম্ভবত একটি ‘বড় হাঙরের’ আক্রমণে একজনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনার জেরে সমুদ্র সৈকত বন্ধ করে দেওয়া হয়েছে।
অস্ট্রেলিয়ার সিডনি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
নিউ সাউথ ওয়েলস পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, লং রিফ বিচ এলাকায় সার্ফিংয়ে গিয়ে এক ব্যক্তি হাঙরের হামলার কবলে পড়ার পর তাকে উদ্ধার করে আনা হয়, কিন্তু ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রাণ হারিয়েছেন।
পুলিশ জানিয়েছে, সিডনির উত্তরাঞ্চলে সৈকতে এক ব্যক্তি মারা গেছেন। তাকে বড় আকারের কোনো হাঙর কামড় দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সৈকত থেকে একটি সার্ফ বোর্ডের দু’টি অংশ উদ্ধার করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
সিডনিতে ২০২২ সালে ব্রিটিশ ডাইভিং প্রশিক্ষক ৩৫ বছর বয়সী সাইমন নেলিস্ট ‘লিটল বে’তে হাঙরের আক্রমণে নিহতের পর এই প্রথম এ ধরনের প্রাণঘাতী আক্রমণের খবর পাওয়া গেল।
তারও আগে ১৯৬৩ সালে সিডনিতে সৈকতে হাঙরের প্রাণঘাতী আক্রমণের ঘটনা ঘটেছিল।
হাঙরের সর্বশেষ হামলার পর ম্যানলি এবং নারাবিনের উত্তরাঞ্চলে প্রশান্ত মহাসাগরীয় সৈকতগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।