বাসস
  ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১৮:২১

গাজা ৪০ শতাংশ ইসরাইলি সেনাবাহিনীর দখলে 

ঢাকা, ৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ইসরাইলি সেনাবাহিনী গতকাল বৃহস্পতিবার জানিয়েছে, ফিলিস্তিনি ভূখণ্ডের বৃহত্তম শহর গাজার ৪০ শতাংশ তাদের দখলে রয়েছে। এখন তারা নতুন আক্রমণে আরো এলাকা নিয়ন্ত্রণে নেয়ার প্রস্তুতি নিচ্ছে।

জেরুজালেম থেকে এএফপি এই খবর জানিয়েছে।

‘সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডিফ্রিন এক ভিডিও বিবৃতিতে বলেছেন, ‘আমরা হামাসকে পরাজিত না করা পর্যন্ত তাদের ওপর চাপ বৃদ্ধি করব’। ‘আজ আমরা গাজা শহরের ৪০ শতাংশ ভূখণ্ড দখল করেছি। আগামী দিনের অভিযান আরো সম্প্রসারিত এবং তীব্রতর হবে।