বাসস
  ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১৮:২০

ইসরাইলি দুই জিম্মিকে জীবিত দেখিয়ে হামাসের ভিডিও প্রকাশ

ফাইল ছবি

ঢাকা, ৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাস ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে অতর্কিত হামলা চালানোর সময় আটক দুই জিম্মিকে গাজা শহরে জীবিত দেখিয়ে শুক্রবার একটি ভিডিও প্রকাশ করেছে।

গাজা সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ভিডিওতে দেখা গেছে, এক জিম্মিকে একটি গাড়িতে করে ধ্বংসস্তূপে পরিণত হওয়া একটি এলাকা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তিনি ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গাজা শহর দখলের পরিকল্পিত সামরিক অভিযান বন্ধের আহ্বান জানান। পরে তাকে আরেক জিম্মির সঙ্গে সাক্ষাত করতে দেখা গেছে।

তিনি বলেন, তিনি গাজা শহরে আছেন এবং ভিডিওটি ২০২৫ সালের ২৮ আগস্ট ধারণ করা হয়েছে।

এএফপি তাৎক্ষণিকভাবে ভিডিওটি বা এর ধারণের তারিখ যাচাই করতে পারেনি।