শিরোনাম
ঢাকা, ২০ জুলাই, ২০২৫ (বাসস) : ‘ই-থ্রি’ নামে পরিচিত ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি- এই তিন ইউরোপীয় শক্তি আগামী কয়েক দিনের মধ্যেই ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন আলোচনা আয়োজনের পরিকল্পনা করছে। রোববার বার্লিনে এক জার্মান কূটনৈতিক সূত্র এএফপিকে একথা জানান।
সূত্র জানায়, ‘আমরা ইরানের সঙ্গে যোগাযোগ রাখছি এবং আগামী সপ্তাহের মধ্যে আরও একটি বৈঠক আয়োজনের বিষয়টি নির্ধারণে কাজ চলছে।’
এর আগে ই-থ্রি হুঁশিয়ারি দিয়েছিল, তেহরান আলোচনায় না ফিরলে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হতে পারে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিমও জানিয়েছে, তেহরান নতুন আলোচনায় অংশ নিতে সম্মত হয়েছে, তবে দিন-তারিখ ও স্থান নিয়ে এখনও আলোচনা চলছে।
গত শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ব্রিটেন, ফ্রান্স, জার্মানি এবং ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাইজা কালাসের সঙ্গে ফোনে কথা বলেন।
এই কথোপকথনের সময় ইউরোপীয়রা আবারও জানিয়ে দেয়, তেহরান আলোচনায় না ফিরলে ২০১৫ সালের পরমাণু চুক্তিতে (জেসিপিওএ) যে শর্তে নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছিল, তা ‘স্ন্যাপব্যাক’ প্রক্রিয়ার মাধ্যমে আবার কার্যকর করা হবে।
এর আগে ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কয়েক দফা আলোচনা হয়েছিল। কিন্তু ১৩ জুন ইসরাইলের ১২ দিনের ইরানবিরোধী সামরিক অভিযান শুরু হলে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে পরমাণু স্থাপনায় হামলায় যোগ দিলে আলোচনা বন্ধ হয়ে যায়।
জার্মান কূটনৈতিক সূত্র বলেন, ‘ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া যাবে না। এ কারণে জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য ই-থ্রি গঠন করে কূটনৈতিক সমাধান খুঁজে পেতে নিবিড়ভাবে কাজ চালিয়ে যাচ্ছে।’
ইরান বারবার দাবি করে আসছে, তারা পারমাণবিক অস্ত্র তৈরি করছে না।
২০১৫ সালের চুক্তি (জেসিপিওএ) অনুযায়ী, ইরান তার পারমাণবিক কর্মসূচিতে কঠোর বিধিনিষেধ আরোপ করে বিনিময়ে নিষেধাজ্ঞা শিথিলের প্রতিশ্রুতি পায়।
তবে ২০১৮ সালে ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র একতরফাভাবে চুক্তি থেকে বেরিয়ে গিয়ে নিষেধাজ্ঞা পুনর্বহাল করে, ফলে এই চুক্তি ভেঙে পড়তে থাকে।
জার্মান সূত্র আরও বলেন, "গ্রীষ্মের মধ্যে কোনো সমাধানে না পৌঁছালে ‘স্ন্যাপব্যাক’ প্রক্রিয়া ইথ্রির জন্য একটি বিকল্প হিসেবেই থাকবে।’