শিরোনাম
ঢাকা, ২০ জুলাই, ২০২৫ (বাসস) : দক্ষিণ কোরিয়ায় প্রবল বৃষ্টিপাতে রোববার অন্তত একজন নিহত হয়েছে। এ ছাড়াও আরো চারজন নিখোঁজ হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। ফলে চলতি সপ্তাহে টানা ভারী বর্ষণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ জনে।
সিউল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
রোববার ভোরে সিউল থেকে ৭০ কিলোমিটার (৪০ মাইল) পূর্বে গিয়ংগি প্রদেশের গ্যাপিয়ং কাউন্টিতে প্রায় ১৭০ মিলিমিটার (৬.৭ ইঞ্চি) বৃষ্টিপাত হয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, গত পাঁচ দিনের ভারী বর্ষণে মোট মৃতের সংখ্যা অন্তত ১১ জন।
ইয়নহাপ বার্তা সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় রোববার ভোর সাড়ে ৪টার দিকে গাপিয়ংয়ে ভূমিধসে ঘরের মধ্যে থাকা ৭০ বছর বয়সী এক নারী নিহত হন।
সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে দক্ষিণাঞ্চলীয় সানচেয়ং কাউন্টিতে। সেখানে বুধবার থেকে প্রায় ৮শ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
সরকারি আবহাওয়া তথ্য জানিয়েছে, দক্ষিণ কোরিয়ায় সাধারণত জুলাই মাসে বর্ষা মৌসুম থাকে। তবে চলতি সপ্তাহে দেশের দক্ষিণাঞ্চলে অতিভারী বর্ষণ হয়েছে। কিছু ক্ষেত্রে ঘণ্টাপ্রতি রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে।
বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বব্যাপী এমন চরম আবহাওয়ার ঘটনা আরো ঘন ও তীব্র হয়ে উঠছে।
২০২২ সালে দক্ষিণ কোরিয়ায় রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত ও বন্যা হয়। তখন অন্তত ১১ জন প্রাণ হারান।