বাসস
  ১৮ জুলাই ২০২৫, ১৪:৩৮

ট্রাম্পের শুল্ক হুমকি ‘অগ্রহণযোগ্য ব্ল্যাকমেইল’ : লুলা

লুলা দা সিলভা ও ডোনাল্ড ট্রাম্প। কোলাজ : বাসস

ঢাকা, ১৮ জুলাই, ২০২৫ (বাসস) :  লাতিন আমেরিকার বৃহত্তম অর্থনীতি ব্রাজিলের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকিকে ‘অগ্রহণযোগ্য ব্ল্যাকমেইল’ হিসেবে আখ্যায়িত করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা।

ব্রাসিলিয়া, ব্রাজিল থেকে এএফপি জানায়, বৃহস্পতিবার এক জাতীয় টেলিভিশন ভাষণে লুলা এই মন্তব্য করেন। 

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ব্রাজিল সরকারের মধ্যে উত্তেজনা বাড়তে দেখা গেছে। 

গত ৯ জুলাই ট্রাম্প ঘোষণা করেন যে, ব্রাজিলের সাবেক কট্টর ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বিরুদ্ধে তথাকথিত ‘উইচ হান্ট’-এর জবাবে তিনি ব্রাজিলের সব পণ্যের ওপর শুল্ক আরোপ করবেন।  এছাড়া ব্রাজিলের  অন্যায্য বাণিজ্য অনুশীলনের তদন্তের কথাও বলেছে যুক্তরাষ্ট্র। 

ব্রাসিলিয়া জানিয়েছে, তারা আলোচনায় আগ্রহী। আলোচনায় যদি যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের মধ্যে সমঝোতা না হয়, তাহলে ১ আগস্ট থেকে এসব শুল্ক কার্যকর হবে।
ভাষণে লুলা বলেন, ‘আমরা সুসম্পর্ক ও বাণিজ্যে বিশ্বাস করি, কিন্তু মনে রাখবেন— ব্রাজিলের একমাত্র মালিক ব্রাজিলের জনগণ।’ 

তিনি ট্রাম্পপন্থী ব্রাজিলীয় রাজনীতিকদের ‘জাতির বিশ্বাসঘাতক’ বলেও উল্লেখ করেন।

বলসোনারো বর্তমানে ২০২২ সালের নির্বাচনে হেরে যাওয়ার পর অভ্যুত্থান ষড়যন্ত্রের অভিযোগে বিচারের মুখোমুখি। দোষী প্রমাণিত হলে তার সর্বোচ্চ ৪০ বছরের কারাদণ্ড হতে পারে।

বৃহস্পতিবার ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে বলসোনারোকে লেখা একটি চিঠি প্রকাশ করেন। সেখানে তিনি লুলা সরকারকে ‘পথ পরিবর্তনের’ আহ্বান জানিয়ে বলেন, ‘তারা যেন বলসোনারোর ওপর হামলা বন্ধ করে।’

তিনি লেখেন, ‘আমি দেখছি, একটি অন্যায় ব্যবস্থার হাতে আপনি কীভাবে নিপীড়নের শিকার হচ্ছেন। আমি আমার শুল্ক নীতির মাধ্যমেও এ বিষয়ে আমার বিরোধিতা প্রকাশ করেছি।’

ট্রাম্প ব্রাজিল ও যুক্তরাষ্ট্রে ‘মতপ্রকাশের স্বাধীনতার ওপর হামলা’ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। 

ধারণা করা হচ্ছে, তিনি ডানপন্থীদের মধ্যে জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম ‘রাম্বল’-এর ব্রাজিলে সাময়িক স্থগিতাদেশের কথাই বলেছেন, যা একটি ভুয়া তথ্য ছড়ানো ব্যবহারকারীকে ব্লক করতে অস্বীকৃতি জানিয়েছিল।

‘হস্তক্ষেপ’:

ট্রাম্পের এই হস্তক্ষেপ লুলার জনপ্রিয়তা বৃদ্ধি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। লুলা জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রের ‘হস্তক্ষেপ’ এর বিরুদ্ধে সুর চড়িয়েছেন।

বিশ্বের বিভিন্ন অর্থনীতির ওপর ট্রাম্প যে নতুন শুল্ক আরোপ করছেন, তার মধ্যে ব্রাজিলের ক্ষেত্রটি সবচেয়ে স্পষ্ট রাজনৈতিক উদ্দেশ্যপ্রসূত।

এর আগে ব্রাজিলকে ১০ শতাংশের বেশি শুল্ক হুমকির তালিকায় রাখা হয়নি।

যুক্তরাষ্ট্র ব্রাজিলের সঙ্গে বাণিজ্যে পণ্য উদ্বৃত্ত উপভোগ করে। ব্রাজিল একাধিকবার অনুরোধ করেছে, যুক্তরাষ্ট্র যেন নির্দিষ্টভাবে কোন কোন ক্ষেত্রে উদ্বেগ রয়েছে তা জানায়।

ব্রাজিলের বাণিজ্য মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক ও বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার বরাবর একটি চিঠিতে এই ‘অত্যন্ত আপত্তিকর’ প্রস্তাবিত শুল্কের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায়।