শিরোনাম
ঢাকা, ২৫ মে, ২০২৫ (বাসস) : দক্ষিণ আমেরিকার সবচেয়ে ছোট দেশ সুরিনামে আজ (রোববার) অনুষ্ঠিত হচ্ছে সংসদীয় নির্বাচন, যা নির্ধারণ করে দেবে—কে দেশটির সদ্য আবিষ্কৃত বিশাল তেল সম্পদের ব্যবস্থাপনার দায়িত্ব পাবে। এই নির্বাচন শুধু রাজনৈতিক ক্ষমতা নয়, বরং এক দারিদ্র্যপীড়িত জাতির ‘ফকির থেকে আমির’ অভিযাত্রার ভবিষ্যৎও নির্ধারণ করতে যাচ্ছে।
নেদারল্যান্ডসের সাবেক উপনিবেশ সরিনাম বর্তমানে উচ্চ ঋণ, মূল্যস্ফীতি ও ব্যাপক দারিদ্র্যের মুখোমুখি—৬ লাখ জনসংখ্যার প্রতি পাঁচজনের মধ্যে একজন দারিদ্র্যসীমার নিচে বাস করেন। কিন্তু সাম্প্রতিক সামুদ্রিক তেল আবিষ্কারের পর দেশটির ভাগ্য বদলে যেতে পারে বলে আশা করা হচ্ছে।
'এটা দেশের জন্য বিশাল অর্থনৈতিক সুযোগ,' বলেন বর্তমান প্রেসিডেন্ট চান সান্তোকি। 'আমরা এখন আমাদের জনগণের জন্য আরও কিছু করতে সক্ষম হচ্ছি—যাতে সবাই এই জাতীয় প্রবৃদ্ধির অংশ হতে পারে।'
আজ নির্বাচিত হচ্ছে ৫১ সদস্যের নতুন জাতীয় পরিষদ। তারাই কয়েক সপ্তাহের মধ্যে পাঁচ বছরের মেয়াদে নতুন প্রেসিডেন্ট ও ভাইস-প্রেসিডেন্ট নির্বাচন করবেন।
সাংবিধানিকভাবে দ্বিতীয় মেয়াদের জন্য যোগ্য সান্তোকি এবারো প্রতিদ্বন্দ্বিতা করছেন, তবে কোনো একক দল স্পষ্টভাবে এগিয়ে নেই, তাই ফলাফল অনিশ্চিত।
বিশ্লেষকদের মতে, সামনের দুই দশকে সরিনাম নতুন আবিষ্কৃত তেলক্ষেত্র থেকে বিলিয়ন বিলিয়ন ডলার আয়ের সুযোগ পেতে যাচ্ছে।
২০২৪ সালে ফরাসি কোম্পানি টোটালএনার্জিস ১০.৫ বিলিয়ন ডলারের একটি প্রকল্প ঘোষণা করে, যাতে সরিনামের উপকূলের একটি তেলক্ষেত্র থেকে প্রতিদিন ২ লাখ ২০ হাজার ব্যারেল তেল উত্তোলনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। উৎপাদন শুরুর সম্ভাব্য সময় ২০২৮। এই সম্ভাব্য বিপুল আয়ের অর্থ নাগরিকদের হাতে পৌঁছাতে 'রয়্যালটি ফর এভরিওয়ান' নামের একটি তহবিল গঠন করেছে সরকার।
বহুদলীয় প্রতিযোগিতা
আজকের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে ১৪টি দল। এর মধ্যে রয়েছে সান্তোকির মধ্যপন্থী প্রগ্রেসিভ রিফর্ম পার্টি (ভিএইচপি), প্রয়াত স্বৈরশাসক দেশি বউটারসের বামপন্থী ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি), এবং সাবেক গেরিলা যোদ্ধা ও বর্তমান উপ-প্রেসিডেন্ট রনি ব্রুন্সউইকের নেতৃত্বাধীন কেন্দ্র-বাম জেনারেল লিবারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (এবিওপি)।
চীন জোট ও আন্তর্জাতিক রাজনীতি
১৯৭৫ সালে স্বাধীনতা অর্জনের পর সরিনাম ক্রমেই চীনের দিকে রাজনৈতিক ও বাণিজ্যিকভাবে ঝুঁকে পড়ে। ২০১৯ সালে দেশটি চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে অংশ নেয়, যা লাতিন আমেরিকায় বেইজিংয়ের প্রভাব বৃদ্ধির একটি কৌশল। এ প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও চলতি বছরের মার্চে লাতিন সফরের অংশ হিসেবে সুরিনামে যাত্রাবিরতি করেন।
সবুজ ভবিষ্যতের প্রতিশ্রুতি
বিশ্বের হাতে গোনা যে ক’টি দেশের কার্বন নিঃসরণ ঋণাত্মক, সুরিনাম তাদের মধ্যে অন্যতম—দেশটির ৯০ শতাংশের বেশি এলাকা বনাচ্ছাদিত। সান্তোকির আশ্বাস, নতুন তেল সম্পদ এ অবস্থায় পরিবর্তন আনবে না।
'আমরা চাই এই অর্থ সবুজ জ্বালানির দিকে উত্তরণের জন্য ব্যবহার করতে, কারণ জানি—ফসিল ফুয়েল সীমিত। এটা ৪০ বছরের মধ্যেই শেষ হয়ে যাবে।'
সার্বিকভাবে, আজকের নির্বাচন সরিনামের জন্য শুধু সরকার নির্বাচনের প্রশ্ন নয়, বরং ভবিষ্যৎ অর্থনৈতিক রূপান্তরের দায়িত্ব কাদের হাতে যাবে—তার নির্ধারণ। এখন দেখার বিষয়, জনগণ কাদের ওপর আস্থা রাখে।